বুধবার ৫ ফেব্রুয়ারী ২০২৫ - ১১:০০
গাজাবাসীরা ট্রাম্পের পরিকল্পনা সফল হতে দেবে না: হামাস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার কোনো রাখঢাক না রেখে সরাসরি গাজাবাসী ফিলিস্তিনিদেরকে এই উপত্যকা থেকে বহিষ্কার করা হবে বলে ঘোষণা দিয়েছেন। ট্রাম্পের এই ঘোষণার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে হামাস।

হাওজা নিউজ এজেন্সি প্রেস টিভির বরাতে জানিয়েছে, মঙ্গলবার হোয়াইট হাউজের ওভাল অফিসে যুদ্ধবাজ ও যুদ্ধাপরাধী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক বৈঠকে ডোনাল্ড ট্রাম্প বলেন, ফিলিস্তিনিদের সামনে গাজায় তাদের ঘরবাড়ি ত্যাগ করা ছাড়া ‘বিকল্প কোনো পথ’ নেই।

ইসরায়েলি আগ্রাসনে গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে আভাস দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি মনে করেন না কারো বসবাসের জন্য গাজায় ফিরে যাওয়া উচিত, কারণ এটি জাহান্নামে পরিণত হয়েছে। গাজা এখন আর বসবাসের উপযোগী নেই। ট্রাম্প বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি- গাজাবাসী সেখানে শুধুমাত্র এ কারণে যেতে চায় যে, তাদের আর কোনো বিকল্প নেই।

দক্ষিণ গাজা থেকে উত্তরাঞ্চলে নিজেদের ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়িতে গাজাবাসীর ফিরে যাওয়াকে তাদের এই উপত্যকায় প্রত্যাবর্তন বলে অভিহিত করেন ট্রাম্প। তিনি তার ভাষায় বলেন, তাদেরকে যদি বিকল্প সুন্দর জায়গা দেয়া হয় তাহলে তারা আর ওই ‘জাহান্নামে’ ফেরত যেতে চাইবে না।

নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাতের আগে মঙ্গলবার দিনের শুরুতেও একই ধরনের কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি গাজাকে একটি ‘ধ্বংস্তূপ’ আখ্যা দিয়ে বলেন, গাজাবাসীকে বিকল্প কোনো স্থানে থাকতে দিলে তারা ‘পুলক’ অনুভব করবে।  মার্কিন প্রেসিডেন্ট বলেন, গাজায় ফিরে যাওয়ার চেয়ে সেখানকার অধিবাসীদের একটি নতুন ভূমিতে চলে যাওয়া হবে অনেক বেশি স্বস্তির। কারণ, গাজা দশকের পর দশক ধরে মুত্যুপুরিতে পারিণত হয়েছে। গাজাবাসীকে বিকল্প দেয়া হলে তারা তা ‘সাদরে’ গ্রহণ করবে বলেও দাবি করেন টাম্প।

ট্রাম্পের এই বক্তব্যকে ‘বর্ণবাদী’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি ইসলামি প্রতিরোধ সংগঠন হামাস। সংগঠনটি বলেছে, এই বক্তব্যের মাধ্যমে ফিলিস্তিনিদের মাতৃভূমি মুক্ত করার অধিকার অস্বীকার করার নগ্ন প্রচেষ্টা চালানো হয়েছে।  হামাস আরো বলেছে, ইহুদিবাদী ইসরায়েল গত ১৫ মাসের বেশি সময় ধরে গাজায় যে ধ্বংসযজ্ঞ ও গণহত্যা চালিয়েছে তার একমাত্র উদ্দেশ্য ছিল গাজাবাসীকে এই উপত্যকা থেকে বহিষ্কার করা।

হামাস নেতা সামি আবু জুহরি এক বিবৃতিতে বলেছেন, “আমরা ট্রাম্পের বক্তব্যকে পশ্চিম এশিয়া অঞ্চলে উত্তেজনা ও গোলযোগ সৃষ্টি করার একটি রেসিপি মনে করছি। গাজায় আমাদের জনগণ এই পরিকল্পনাকে সফল হতে দেবে না।” তিনি বলেন, “সংকট সমাধানের জন্য গাজাবাসীকে তাদের ভূমি থেকে বিতাড়ন না করে তাদের ওপর ইসরায়েলি আগ্রাসন বন্ধ করার ব্যবস্থা করতে হবে।”

হামাসের অপর নেতা ইজ্জত আর-রিশকও ট্রাম্পের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, গাজাবাসী ১৫ মাসের বেশি সময় ধরে ভয়াবহ বোমাবর্ষণ সহ্য করে তাদের ভূখণ্ডে টিকে রয়েছে।  কাজেই তাদেরকে সেখান থেকে নির্মূল করার কোনো পরিকল্পনা তারা মেনে নেবে না।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha